নাটোরে বিএনপি নেতাকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুল হান্নান নামে এক নেতাকে হাতুড় দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার(৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতার মো. আব্দুল হান্নান উপজেলার সুকাশ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি নেতা প্রভাষক মো. আব্দুল হান্নান সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে সভা শেষে বাজারে এলে একই ইউনিয়নের মৎস্যজীবি দলের সভাপতি আব্দুল কুদ্দুসের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কুদ্দুস ও তার লোকজন আব্দুল হান্নানকে হাতুরি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে আব্দুল হান্নানকে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
সিংড়া থানার কর্মকর্তা ওসি আবুল কালাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে/প্রতিবেদক