চাঁদা না দেওয়া যুবদলের নেতাকে হাতুড়ি পিটা

নিজস্ব প্রতিবেদক:
চাঁদা না দেওয়ায় নাটোর সদর উপজেলা ছাতনী ইউনিয়নের ছাতনী মধ্যপাড়া গ্রামে ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সোলেমান হোসেন কে হাতুড়ি পিটা করার অভিযোগ উঠেছে।
রবিবার রাতে ৯টার দিকে সদর উপজেলার ছাতনী মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে যুবদল নেতা সোলেমান হোসেন জানান গত কয়েকদিন যাবত ধরে আমার পরিবার ও আমার কাছে চাঁদা দাবি করে আসছিলেন।ছাতনী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন মোল্লা ও তার দুই ছেলে, কবির মোল্লা এবং আসলাম ওরফে খোকন মোল্লা আমি ঘটনার দিন জালাল উদ্দিন মোল্লার অফিসের সামনে দিয়ে চা স্টলে যাচ্ছিলাম হঠাৎ করে জালাল মোল্লার নেতৃত্বে তার দুই ছেলে সহ অজ্ঞাত নামা কয়েকজন ব্যক্তি আমাকে ঘিরে ফেলে আমি একপর্যায়ে চাঁদা দিতে অস্বীকার করলে আমাকে লোহার জি আই পাইপ ও হাতুড়ি দ্বারা মারপিট শুরু করে আমার ডাক চিৎকারে জামাল হোসেন নামে একজন ছুটে আসলে তারা তাকেও মারপিট করে পরে স্থানীয়রা আমাদের দুইজনকেই উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমিকের প্রশাসনের কাছে বিচার চাই। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে নাম প্রকাশের অনিচ্ছুক অনেকেই বলেন এর কিছুদিন আগেও জালাল উদ্দিন মোল্লার ছেলে কবির মোল্লা একই গ্রামের ভ্যানচালক করিম হোসেন সহ অনেকেই মারধর করেন। ক্ষমতার দাপটে এলাকাবাসী নিরুপায় হয়ে থাকেন এ যেন এক বর্বর যুগে বসবাস করছেন ছাতনি মধ্যপাড়া এলাকাবাসী, এলাকাবাসী আরো জানান অত্র ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকেই তারা চাঁদাবাজি করে থাকেন তাদের হাত থেকে দলীয় লোকজন ও রেহাই পায়না।
এ বিষয়ে অভিযুক্ত জালাল উদ্দিন মোল্লাকে তার মোবাইল ফোনে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।