নাটেরে দুই মোটরসািকেল মুখোমুখি সংঘর্ষ: শিক্ষকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নাটোরে ডাল সড়ক এলাকায় দুই মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে শিক্ষকসহ দুইজন নিহত হয়েছে। এসময় আনোয়ার হোসেন নামে এক শিক্ষক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর শহরের মোহনপুর এলাকার আব্দুর হামিদের ছেলে আব্দুর রফিক (৫৫) এবং বাগাতিপাড়া উপজেলার বড়ালঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও তমালতলা এলাকার তাহের আলীর ছেলে জুলফিকার আলী(৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক নামক স্থানে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী রফিককে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত অবস্থায় তমালতলা টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ
আনোয়ার হোসেন এবং শিক্ষক
জুলফিকার আলীর অবস্থার অবনতি হলে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসসাধীন অবস্থায় শিক্ষক জুলফিকার আলীর মৃত্যু হয়।

এ বিষয়ে নাটোর থানার (ওসি তদন্ত) শফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসকে/প্রতিবেদক