নাটোরে নারী অধিকার ও সুশাসন শক্তিশালীকরণে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে নারী অধিকার ও অন্তর্ভূতমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজের (যুক্ত) প্রকল্প উপজেলার নাগরিক সমাজ সংগঠনের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১১ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের ডাসকো ফাউন্ডশনের ইউনিট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিস্তারিত আলোচনা করেন- ডাসকো ফাউন্ডেশন’র ট্রেনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার মাকসুদা খানম। আরও বক্তব্যে রাখেন-এফএফ সুনীল কুমার রায়।
সভায় তথ্য অধিকার আইন, সাইবার বুলিং, তাল বীজ সংগ্রহ ও রোপন, রোর্ড ও তথ্য মেলার প্রস্তুতি বিষয়সহ সিএসও এসেসমেন্ট বিস্তারিত আলোচনা করা হয়।
সভা প্রধান বলেন,আগামী সপ্তাহের উপজেলার বিভিন্ন সড়কে তাল বীজ রোপন কার্যক্রম শুরু হবে। প্রথমদিনে শহরের জহুরুল হক সড়কে এক কিলোমিটার রাস্তায় তাল বীজ রোপন করা হবে। সেজন্য সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।
আমজাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-সাংবাদিক মো. লিটন হোসেন লিমন, সিএসও, জহরুল হক, মো. মোকসেদ আলী সরকারসহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী এবং গ্রাম, ইউনিয়ন, উপজেলা সিএসও সদস্যরা অংশগ্রহণ করেন।