নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোডাউন: পদ থেকে বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করার অভিযোগে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানান হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা অমান্য করে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর জেলাধীন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই এ বহিষ্কার পত্রে খুলনা ও নোয়াখালীরর আরও দুই নেতাকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু ঢাকা মেইলকে বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। সেটা যেই হোক না কেন তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিবে। যেহুত সামনে নির্বাচন, দলের শৃঙ্খলা রক্ষার্থে এ সিন্ধান্ত নেওয়া হয়েছে। এবং ভবিষতে যদি কোনো নেতা হাই কমান্ডের নির্দেশ অমান্য করে এমন কার্যক্রম চালায়, তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে বলে কিনি জানান।
উল্লেখ্য: কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে
গত বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে উপজেলার বিয়াশ বাজারে জনসভা করেন বিএনপির নেতা দাউদার মাহমুদ। এ ঘটনায় গত শুক্রবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে শোকজ করা হয়। এরপরই আরেক চিঠিতে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।