নাটোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০)নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় বাচ্চু(৩৮) নামে অপর আরেকজন আহত হয়েছেন।

শনিবার(২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের গাজীর বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম লালপুর উপজেলার নান্দরায়পুর গ্রামের জনৈক নজরুল ইসলামের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান ঢাকা মেইলকে জানান, শনিবার দুপুরে একটি যাত্রীবাহী বাস বনপাড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিল। এসময় বাসটি নাটোর- ঢাকা মহাসড়কের গাজীর বিল এলাকায় পৌঁছালে নাটোর থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই তার নিহত হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অপরজন আরোহী বাচ্চু আহত হন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শরিফুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পরই ঘাতক বাস চালক ও হেলপাড় পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর কাজ চলছে বলে তিনিনি জানান।