নাটোরে সাবেক এমপি শিমুলসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির নির্বাহী কমিপির সদস্য ও সাবেক উপমন্ত্রী এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
রোববার(২৯ সেপ্টেম্বর) বিকেলে আব্দুর রহিম শেখ নামে এক বিএনপি কর্মী বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ মামলা নথিভুক্ত করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর নাটোর থেকে পথসভা করার উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে নলডাঙ্গায় যাচ্ছিলেন সাবিনা ইয়াসমিন ছবি। এসময় উপজেলার ত্রিমোহনী এলাকায় পৌঁছালে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের হুকুমে আসামিরা গাড়িবহরে হামলা চালান। তাদের প্রতিরোধ করতে গেলে সাবিনা ইয়াসমিন ছবির হাতে লোহার রড, হাতুড়ি ও দেশি অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ডান হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। এসময় আসামিরা ১৫/২০টি মোটরসাইকেল ভাঙচুর করেন।
নলডাঙ্গা থানার কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান জানান, গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ৭৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরই পুলিশ রাতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।