৫ দিন বন্ধের পর খুললো নাটোর প্রাণ এগ্রো কারখানা

নিজস্ব প্রতিবেদক:
শ্রমিকদের আন্দোলনের মুখে বন্ধ হওয়া টানা ৫ দিন পর খুললো নাটোরের প্রাণ এগ্রো কোম্পানি কারখানা।
বুধবার(২ অক্টোবর) থেকে নাটোর প্রাণ এগ্রো কোম্পানি খোলা থাকবে বলে একটি ঘোষণাপত্রে জানানো হয়।
এর আগে গত শুক্রবার(২৭ সেপ্টেম্বর) সকাল থেকে নাটোর প্রাণ এগ্রো কোম্পানি বন্ধ ঘোষণা করা হয়।
কারখানা খোলার ঘোষণাপত্রে জানানো হয়, এতদ্বারা প্রাণ এগ্রো লিমিটেড এ কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২ অক্টোবর রোজ বুধবার থেকে নুডুলস সেকশন, সুপ এন্ড সিজনিং সেকশন, সস কেচাপ সেকশন, মসলা সেকশন মাষ্টার্ড অয়েল সেকশন, কনফেকশনারী সেকশন (শুধুমাত্র জেনারেল সিফট) এবং প্লাষ্টিক সেকশন (আংশিক) এ-১২ সিফটে এবং বি-১২ সিফটে পূর্বের ন্যায় যথারীতি উৎপাদন কার্যক্রম চালু থাকিবে।
উল্লেখ্য: বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) সকাল থেকে নাটোর একডালা এলাকায় অবস্থিত প্রাণ এগ্রো কারখানায় শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ অর্থনৈতিক বৈষম্য দূর করার দাবিতে বিক্ষোভ করেন। এর আগেও শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধি, অর্থনৈতিক বৈষম্য দূরসহ কর্তৃপক্ষের কাছে ১৩ দফা দাবি করেন। তবে এ দাবীর প্রেক্ষিতে কর্তৃপক্ষ কয়েক দফা দাবী মেনে নিলেও শ্রমিকরা সকল দাবী আদায়ে বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর পুনরায় আবার বিক্ষোভ শুরু করেন।
এসময় শ্রমিকরা কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) হযরত আলীকে তার অফিসে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) মাছুদুর রহমান ও পুলিশ সুপার মারুফাত হোসাইন কারখানায় এসে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা নিরসনে আলোচনা করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা জেনারেল ম্যানেজার হযরত আলীকে রাতে কারখানা থেকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন। এরপর কর্তৃপক্ষ গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৫ দিন প্রাণ এগ্রো কারখানাটি বন্ধ ঘোষণা করেন।