নাটোরে চালকলের দেড় কোটির বিল সংশোধনে ১৬৬২০ টাকা

নিজস্ব প্রতিবেদক
নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া এলাকার মো.জালাল উদ্দিনের একটি চালকলের এক মাসের বিদ্যুৎ বিল ১ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৩১১ টাকা দেওয়া হয়। বিষয়টি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কে জানালে তা সংশোধন করে ১৬ হাজার ৬২০ টাকা নির্ধারণ করে কর্তৃপক্ষ। ঘটনাটি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বুধবার (২ অক্টোবর) বিকেলে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ থেকে পূর্ণ সংশোধিত ১৬ হাজার ৬২০ টাকার বিলটি ওই গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সহকারী জেনারেল ম্যানেজার (রাজস্ব) শাহ্ মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
চালকলের মালিক মো.জালাল উদ্দিন জানান, ২০১২ সালে ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে এ চালকলটি চালু করি। পরবর্তীতে আবেদন করলে ২০১৬ সালে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ থেকে বিদ্যুৎ সংযোগ পায়। এরপর থেকে প্রতি মাসে স্বাভাবিক ভাবে বিদ্যুৎ বিল আসে। কিন্তু গত ২৪ সেপ্টেম্বর ১ কোটি ৫২লাখ ৫১হাজার ৩১১ টাকার বিল আসে। দেখে তো আমি অবাক হয়েছে। সঙ্গে সঙ্গে বিল নিয়ে শহরের ফুলবাগানে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরে গিয়ে বিলিং সহকারীদের কাছে অভিযোগ জানাই। পরবর্তীতে তারা সংশোধন করে বিলটি পুনরায় আমাকে পাঠান।
জেনারেল ম্যানেজার (অর্থ ও রাজস্ব) শাহ্ মো. মোস্তফা কামাল বলেন, কম্পিউটার টাইপিংয়ের সময় ভুলবশত প্রিন্ট হয়ে যায়। বিল চেক না করে বিলটি গ্রাহকের কাছে পৌঁছে দেন বিতরণকারী। কাল আমরা বিলটি সংশোধিত করে নতুন ভাবে গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছি। এ ঘটনার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। এ ঘটনায় আমরা বিল প্রস্তুতকারী ব্যক্তিকে শোকজ করেছি। তাকে জবাব দিতে বলা হয়েছে।