নাটোরে মম্ আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্তদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মম্ আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার(২৬ অক্টোবর) দুপুরে নাটোর সদর উপজেলার হালসায় ওই প্রতিষ্ঠান চত্ত্বরে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ কিন্ডারগার্ডেন সোসাইটির সদর উপজেলার সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন-
বাংলাদেশ কিন্ডারগার্ডেন সোসাইটির সদর উপজেলার সদস্য সচিব এম এম হাসান, হালসা ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক মাজেদ মন্ডল।

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাহাফুজুর রহমানের সঞ্চলনায় আরও বক্তবো রাখেন- সহ-সভাপতি মোখলেছুর রহমান, শহীদ আহমেদ, শিক্ষক হাসিনুর রহমান, সাংবাদিক মো. আব্দুল রাজ্জাক লাকিসহ অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডকর্তৃক মম্ আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের ৪জন শিক্ষার্থী সামিরা জাহান ইশা, ইম্মে হাবিবা, অর্জন সরকার ও সুরাইয়া রহমানের হাতে সনদপত্র পুরস্কার তুলে দেওয়া হয়।