নলডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে নলডাঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
রোববার(২৭ অক্টোবর) বিকালে নলডাঙ্গা বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে নলডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ খান মামুনের সভাপতিত্বে ও পৌর যুবদলের সভাপতি মোঃ রূপচাঁদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিকুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন , পৌর সাংগঠনিক মোঃ গিয়াস উদ্দিন।
এ সময় নলডাঙ্গা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ পিন্টু, যুগ্ম আহ্বায়ক পাভেল তালুকদার, উপজেলা যুবদলের নেতা খোরশেদ আলম , যুবদলের নেতা নান্টুরাজ, যুবদলের নেতা জিয়া,মাধনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম ,মাধনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক টিটু,মাধনগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন, পিপরুল ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন ,পিপরুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন,যুবদলের নেতা আব্দুল মজিদ সহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।