নাটোরে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ নভেম্বরের মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মত বিনিময় সভায় নাটোরে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক মিজ আসমা শাহীন।

মতবিনিময় সভায় শুরুতেই নবাগত জেলা প্রশাসক নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি তার বক্তব্যে দুর্নীতি দূর করতে এবং দুর্নীতির বিরুদ্ধে সততার সাথে কাজ করতে নাটোরের গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান। তিনি গণমাধ্যম কর্মীদের সহকর্মী হিসেবে পাশে চান।

এর আগে নাটোরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ জেলা প্রশাসকের কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মেদ রফিক বাবন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউনাইটড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারন সম্পাদক এস এম কামাল হোসেন, ইউনিক প্রেসক্লাবর সভাপতি দেবাশিষ কুমার সরকার, সাধারন সম্পাদক বুলবুল আহমেদ, প্রথম আলো প্রতিনিধি মুক্তার হোসেন, সাংবাদিক রনেন রায়, ও এটিএন’র জুলফিকুল হায়দার জোসেফ, এনটিভি’র হালিম খান, দেনিক দিনকালের এস এম মনজুর-উল-হাসান প্রমুখ।