নাটোরে প্রথম আলো’র সুধি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক প্রথম আলো’র ২৬ বছর পর্দাপন উপলক্ষে নাটোরে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৯ নভেম্বর) বেলা ১১টায় শহরে নাটোর ডাইনে একটি রেস্তরায় এ সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রথম আলো’র নাটোর প্রতিনিধি মুক্তার হোসেনের সঞ্চলনায় সুধি সমাবেশে বক্তব্যে রাখেন- সন্ত্রাস ও চাঁদাবাজ নিমূর্ল কমিটি (লাঠি-বাঁশি)
প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুস সালাম, দিঘাপতিয়া এমকে কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, আইনজীবী লোকমান হোসেন বাদল, শিক্ষাবিদ অলক কুমার মৈত্র, দত্তপাড়া কলেজের অধ্যক্ষ আবু সাঈদ বিন আসাদ, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ প্রমুখ।
ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ, মো. আব্দুল হাকিম, আব্দুর রাজ্জাক লাকি, সুফি সান্টু, মো.লিটন হোসেন লিমন, নাইমুর রহমান, আল-আমিনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুধি সমাবেশে বক্তারা বলেন, প্রথম থেকে প্রথম আলো পাঠকের মনে আস্তা অর্জন করেছে। নিরপেক্ষ ভাবে সমাজে ঘটে যাওয়া অন্যায়, দুনীতি সাহসের সঙ্গে এ পত্রিকার সাংবাদিকরা তুলে ধরে থাকেন। সমাজের দপর্ন হিসেবে মানুষের সুখ-দুখের কথা প্রতিনিয়তই তুলে ধরছেন। ফলে পাঠকের আস্তার নাম প্রথম আলো। বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। তাদের স্বপ্ন পূরণে কাজ করছে এ প্রতিষ্ঠান। প্রথম আলোর জন্য অনেক শুভ কামনা জানান বক্তারা।
অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে অথিতিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন।