নির্ধারিত সময়ের আগেই নাটোরে অর্ধশত যাত্রী রেখে চলে গেলো ট্রেন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর রেলস্টেশনে খুলনাগামী সীমান্ত এক্সেপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে যাত্রা বিরতির আগেই প্রায় অর্ধশত যাত্রী রেখে চলে গেছে। এঘটনায় যাত্রীরা ক্ষুদ্ধ হয়ে স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে রাখে।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২ টার দিকে নাটোর স্টেশনে এ ঘটনা ঘটে।
যাত্রীদের অভিযোগ করেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘন্টা বিলম্বে বুধবার দিনগত রাত ১১টা ৫৯ মিনিটে নাটোর স্টেশনে এসে পৌঁছায়। ষ্টেশনে ৩ মিনিটের নির্ধারিত যাত্রা বিরতির আগেই রাত ১২টায় ট্রেনটি ছেড়ে চলে যায়। এ অবস্থায় প্রায় অর্ধশত যাত্রী ট্রেনটিতে উঠতে পারেনি। অনেকে ট্রেন থেকে নামতে পারেননি। অনেকে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন। এ অবস্থায় ক্ষুদ্ধ যাত্রীরা স্টেশন মাস্টারের কক্ষে প্রবেশ করে তাকে অবরুদ্ধ করে সমাধানের দাবি করেন। পরে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
শিমুল, সাদেকুল ও ফারাজানা নামে যাত্রীরা জানান, ট্রেনটি দ্রুত ছেড়ে যাওয়ার কারণে অনেক যাত্রী নামতে গিয়ে তাদের চাপে ট্রেনে উঠতে পারেননি। অনেক যাত্রী ট্রেন থেকে নামতেই পারেননি। এনিয়ে ষ্টেশনে ট্রেনে উঠতে না পারা যাত্রীরা বিক্ষব্ধ হয়ে ওঠেন এবং ষ্টেশন মাষ্টারকে অবরুদ্ধ করেন।
নাটোর রেলস্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার শামীম হোসেন জানান, ষ্টেশনে ৩ মিনিট ট্রেন দাঁড়ানোর কথা থাকলেও দেড় মিনিটে ট্রেনটি ছেড়ে গেছে। বিষয়টি কন্ট্রোল রুম সহ উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ রুটে বিকল্প আর কোনো ট্রেন না থাকায় তিনি কিছু করতে পারেননি। ট্রেন পরিচালনার দায়িত্বে থাকেন গার্ড। আমাদের তেমন কিছু করার থাকে না।