নাটোরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ব্যারিস্টার ইউসুফের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার এম ইউসুফ আলী মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার(১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় শহরের সাহারা প্লাজায় রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।
এসময় তিনি রাষ্ট্র ও সংবিধান সংস্কার, আইন, আদালত এবং রাজনৈতিক নানা বিষয় তুলে ধরে আলোচনা করেন। সভায় সাংবাদিকরা দেশ, সমাজ এবং রাজনৈতিক দলের নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন- নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজি আহম্মদ রফিক বাবন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, হালিম খান, রিয়াজুল ইসলাম, কামাল মৃধা, সুফি সান্টু প্রমুখ।