চট্টগ্রামে কক্সবাজারের গার্মেন্টস কর্মীকে লাঞ্ছিত-জখম

নিউজ ডেস্ক:
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চট্টগ্রামের চকবাজার সোলতানা (২৫) নামে কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা এক গার্মেন্টস কর্মীকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে একই অফিসের ফিনিশিং ইনচার্জ আব্বাসের বিরুদ্ধে

শনিবার সকালে সরেজমিনে গিয়ে এ তথ্য পাওয়া গেছে। গত ৫ জানুযারী (রবিবার) সকালে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার অংশে চকবাজার এলাকায় কে গামেন্টস লিমিটেডে এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় সোলতানাকে সহপাঠীরা ঘটনা স্থল থেকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা করেছে।
আহত সোলতানা উক্ত অফিসে অপারেটর হিসেবে কর্মরত। আর আব্বাস ফিনিশিং ইনচার্জ। আব্বাস বেশ কিছু দিন ধরে সোলতানাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় কাজের ক্ষেত্রে সোলতানা কঠোর পরিশ্রম করলোও কাজের অবহেলার অভিযোগ এনে ক্ষোভের বশে লাঞ্ছিতের পাশাপাশি কিল-ঘুষি মেরে আহত করে মুখমন্ডলে রক্তাক্ত জখম করা হয়। বিষয়টি সোলতান প্রাথমিক চিকিৎসার পর কে গামেন্টস লিমিটেডের ম্যানেজার মুজিব ও স্বত্বাধিকারীরা আফজালকে অবগত করেছেন বলে জানাগেছে।

আহত নারী শ্রমিক সোলতানা জানান, হামলাকারী বিভিন্ন সময় আমাকে তার কথা মত চলতে হবে বললে আমি এড়িয়ে চলি। এতে কাজের অবহেলা করলে আমাকে চাকুরীচ্যুত পাশাপাশি বেতন কর্তন করা যায় আমি একজন মহিলা হয়ে পুরুষ শরীর স্পষ্ট করে হাত তুলে কিল-ঘুষি মারবে এটি দেশে কোন আইনে পড়ে। লম্পট আব্বাসের চাকুরিচ্যুত সহ শাস্তির দাবী জানাই।

বিষয়টি আহত গামেন্টস কর্মী পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে নির্যাতনের বর্ণনা খুলে বললে এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন তিনি ।
আহত সোলতানা কক্সবাজারের মহেশখালীর মেয়ে। তার বাসা বর্তমানে চট্টগ্রাম শহর এলাকায়।

জানাগেছে, ওই গামেন্টসে কোন গরীব পরিবারের সন্তান পারিবারিক অস্বচ্ছতার কারনে চাকুরি করতে গেলে তাঁদের দুর্বলতার সুযোগ নিয়ে যৌন হয়রানিসহ প্রেমের প্রস্তাব দে ফিনিশিং ইনচার্জ আব্বাস তার প্রস্তাবে রাজি না হলে বিভিন্ন ইস্যু নিয়ে নির্যাতন করবে না হয় তার প্রস্তাবে রাজি হতে হবে না হয় চাকরি ছাড়তে হবে। ও গামেন্টস থেকে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাকুরি ছেড়েছে অনেক মহিলা কর্মী। অতচ বিষয় গুলো নিয়ে অবগত না গামেন্টস কর্তৃপক্ষ। তার বিষয়ে অধিকতর তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে।

ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহনকৃত শিক্ষার্থী হানিফ জানান, দেশের গামেন্টস শিল্প সংস্কার জরুরী কারণ এ শিল্পে জড়িত মা বোনদের এক শ্রেণীর মালিক পক্ষের কর্মচারী নির্যাতন করে থাকে।

গামেন্টস লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ মুজিব জানান, আব্বাস ফিনিশিং ইনচার্জ হিসাবে রয়েছেন তিনি মেয়েটিকে মারধর করেছে এটি অপরাধ। বিষয়টি কর্তৃপক্ষককে জানানো হয়েছে তার বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম চকবাজার এলাকায় কে গামেন্টস লিমিটেডের স্বত্বাধিকারীরা আফজাল জানান, হামলা করে মারধর করেছে এটি খুবই দুঃখজনক। হামলাকারী ফিনিশিং ইনচার্জ আব্বাসের বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, আহত গামেন্টস কর্মীর অভিযোগ পেয়েছি এটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।