নাটোরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নাটোর বিসিক শিল্পনগরী প্রাঙ্গণে এ মেলার উদ্ধোধন করা হয়।

অনুষ্ঠানে নাটোর জেলা বিসিকের ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

বক্তারা বলেন, আমরা চাই আমাদের দেশ থেকে দারিদ্রতা দুর হোক। সেজন্য আমরা যদি ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে পারি, তাহলে আমরা দারিদ্রমুক্ত হতে পারবো। কর্মসংস্থান তৈরি করে দিতে পারি, তাহলে আমাদের অর্থনীতিটা শক্তিশালী করা সম্ভব হবে। তাহলে দারিদ্রতা দুর করে সফলতা আনতে পারি। সেক্ষেত্রে বিসিক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, রাজশাহী বিসিকের আঞ্চলিক পরিচালক মো.জাফর বায়েজীদ, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ কুমার আগরওয়ালা। এসময় বিসিক শিল্পনগরীর মালিকরা উপস্থিত ছিলেন।