মানবিক বাংলাদেশ না হওয়া পর্যন্ত লড়াই চলবেই- ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঘুষ, দুনীতি, চাঁদাবাজি, দখল বন্ধ করতে অবশ্যই কোরআনের আইন লাগবে। কোরআনের আইন ছাড়া এটা কখনো সম্ভব না। বাংলাদেশে তা প্রমাণ হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এ দেশ হিন্দু, মুসলিম বৌদ্ধ, খিষ্ট্রান সকলের। একটি ভালো দেশ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা চাই, সকল মানুষ দল-ধর্মের উর্দ্ধে এসে সম্মান নিয়ে বসবাস করুক। যার যার কর্মক্ষেত্রে নিরাপদ ও সম্মানের সাথে কাজ করুক। ব্যবসায়ীরা ব্যবসা করবে, তাদের ওপর চাঁদাবাজরা এসে চাঁদাবাজি করবে না। কেউ হুমকি দেবে না, কেউ কারো জমি দখল করবে না। ঘুষখোররা ঘুষ খাবে না এসব বন্ধ করতে অবশ্যই কোরআনের আইন লাগবে। কোরআনের আইন ছাড়া এটা কখনো সম্ভব না। বাংলাদেশে তা প্রমাণ হয়েছে।
জামায়াতের এ আমীর বলেন, একটি দল ক্ষমতায় গিয়ে তারা ঘুষ, চাঁদাবাজি, অন্যায় বন্ধ করতে পারেনি। বরং একটার পর একটা বেড়েই চলেছে। আমরা চাই এসব দ্রুত বন্ধ হোক। যারা এ আন্দোলনে জীবন দিয়েছে, পুঙ্গ হয়েছে, আহত হয়েছে। তারাও এমন দেশ চায়। আমরা তোমাদের কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন পূরণে সেই বাংলাদেশ গড়তে সর্বশক্তি নিয়োগ করবো ইনশা আল্লাহ। আমাদের লড়াই চলতেই থাকবে, তত দিন পর্যন্ত একটি মানবিক বাংলাদেশ না হবে। আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না। কোনো চোরাচালানের সঙ্গে আপোষ চলবে না। একটা বৈষম্যহীন বাংলাদেশ না হবে। দুশাসনমুক্ত বাংলাদেশ না হবে। দুনীতিমুক্ত বাংলাদেশ না হবে তত দিন লড়াই চলবে ইনশা আল্লাহ। এ লড়াইয়ে বাংলাদেশের জনগণকে আমরা সাথে চাই, পাশে চাই।
এ সময় জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হোসাইন, নাটোর শহর আমির রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে জামায়াতের আমির উপজেলার রাজাপুর বাজার ও ধানাইদহ বাজারে আলাদা পথসভায় বক্তব্য দেন।