নাটোরে ফুলবাগান যুব ব্লাড ডোনার গ্রুপের ৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ফুলবাগান যুব ব্লাড ডোনার গ্রুপের ৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ শুক্রবার সন্ধায় ফুলবাগান যুব ব্লাড ডোনার গ্রুপের আয়োজনে নাটোর সদরের ফুলবাগান মোহন পুর এলাকায় ৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন হাকীম মোঃ আলী হোসেন আপন, তৌহিদুল ইসলাম, ইউসুফ আলী ইমন, ফুলবাগান যু্ব ব্লাড ডোনার গ্রুপের সভাপতি রেজয়ান মল্লিক, সাধারন সম্পাদক মোঃ শাকিল সহ সদস্য বৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ফুলবাগান যুব ব্লাড ডোনার গ্রুপ দীর্ঘ ৫ বছর সাফল্যর সাথে এগিযে চলছে। অসহায় গরিব দুস্থ ও সমাজের বিত্তবানদের সবার পাশে থেকে এই সংগঠন টি এগিয়ে চলছে। রক্ত এমন এক জিনিস প্রতিটা ব্যাক্তির কোন না কোন কাজে রক্ত লাগে। কিন্তুর দরকারের সময় অনেক সময় রক্ত পাওয়া যায়না। তার প্রেক্ষিতে বিভিন্ন সংগঠন রক্তের দরকার হলে তাদের পাশে দাড়ায় এবং রক্ত দিয়ে জীবন বাচাতে সক্ষম হয়। ফুলবাগান যুব ব্লাডডোনার গ্রুপ সেই সাফল্যে ধরে রেখেছে। সামনের দিন যেন সেই সাফল্যে ধরে রাখে সেই দিকে সকল সদস্যর প্রতি আহবান জানানো হয়।