নাটোরে দুই শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) নাটোর উপ-কেন্দ্রের উদ্যোগে
দুই শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে এলজিইডি অভিস চত্ত্বরে এ কম্বল বিতরণ করা হয়।

নাটোর এলজিইডি’র প্রধান নির্বাহী প্রকৌশলী ও আইইবি’র সভাপতি মো. রেজাউল রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাউটের ভিসি প্রকৌশলী বিগ্র.জেনারেল মো. মিজানুজ্জামান।

বিতরণ অনুষ্ঠানে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী কামরুল হোসেন সরকার, বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, নাটোর গণপূর্ত’র নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেবসহ বিভিন্ন অফিসের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।