নাটোর আদালত চত্ত্বরে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক:
নাটোর আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম।
রোববার(২৬ জানুয়ারি) দুপুরে নাটোর আদালতে ওঠার সময় তিনি এ স্লোগান দেন।
এর আগে মাসুমকে একটি মামলায় নাটোর কারাগার থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলমের আদালতে হাজির করা হয়। এসময় আসামীপক্ষে আইনজীবী জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২৭ জানুয়ারি আরেকটি মামলার শুনানির তারিখ রয়েছে।
রিয়াজুল ইসলাম মাসুম নাটোর শহরের বড় হরিশপুর এলাকার মৃত ওমর আলী ভূঁইয়ার ছেলে ও নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী। এবং তিনি গত সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল বলেন, নিয়মিত মামলায় আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এবং আগামীকাল ২৭ জানুয়ারি সোমবার অন্য আরেকটি মামলায় তাকে আদালতে তোলা হবে। তবে আদালতে স্লোগান দেওয়ার বিষয়টি তিনি জানেন না। তিনি ছুটিতে রয়েছেন বলে জানান।
উল্লেখ্য: গত বৃহস্পতিবার(১৬ জানুয়ারি)
বিকেলে পাবনার রুপপুর এলাকায় বিভিন্ন মামলার আসামি রিয়াজুল ইসলাম মাসুমকে নাটোরের কিছু লোকজন ঘোরাফেরা করতে দেখেন। পরে বিষয়টি তারা নাটোর সদর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতে তাকে গ্রেফতার করেন।