নাটোরে হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতার ২ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী আন্দোলনে রবিন হত্যা মামলায় নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল আমিন এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে আদালতে হাজির করে পুলিশ ৫দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মাসুমের নামে আদালতে হত্যাসহ ৯টি মামলা রয়েছে।

নাটোর আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী (এপিপি) গোলাম রাব্বানী জানান, নাটোর-২ আসনের সাবেক এমপি শিমুলের জান্নাতি প্যালেসে আগুনে পুড়ে রবিনের মৃত্যুর মামলার আসামি মাসুম। আজ নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জর করেন।

উল্লেখ্য: গত বৃহস্পতিবার(১৬ জানুয়ারি)
বিকেলে পাবনার রুপপুর এলাকায় বিভিন্ন মামলার আসামি রিয়াজুল ইসলাম মাসুমকে নাটোরের কিছু লোকজন ঘোরাফেরা করতে দেখেন। পরে বিষয়টি তারা নাটোর সদর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতে তাকে গ্রেফতার করেন।