নাটোর মহাসড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি
বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবী জানিয়ে নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ করেছে কৃষকরা। এসময় মহাসড়কের দু-পাশে যান চলাচলা বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে ঢাকা ও রাজশাহীগামীর শত শত যাত্রীরা।

বুধবার(২৯ জানুয়ারি) দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের বেলঘড়িয়া বাইপাস এলাকায় প্রায় আধা ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন কৃষকরা।

এর আগে, ‘বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যহার কর, কৃষকের জীবন বাঁচাও’ এ স্লোগান নিয়ে কৃষকরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। এসময় কৃষিবিরোধী এনবিআর’র চেয়ারম্যানের পদত্যাগের দাবী জানিয়ে নানা স্লোগান দেয় কৃষকরা।

কৃষক রফিকুল ইসলাম বলেন, কৃষকের ওপর ৫% থেকে বাড়িয়ে ১০% ভ্যাট বাড়ানো হয়েছে। ফলে বেশি দামে ফসল উৎপাদন করে কম দামে বিক্রি করতে হচ্ছে। এক বিঘা জমিতে ৫০ হাজার টাকায় টমেটো চাষ করে তা ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে না। ফলে আমরা চাষিরা লোকসানে পড়ছি। অবিলম্ববে এ ভ্যাট প্রত্যাহার করতে হবে।

এসময় কর্মসূচীতে বক্তব্যে রাখেন- কৃষক সৈয়দ আলী, নাজির উদ্দিন বাবু,
আমানউল্লাহ, হাফিজুর রহমান,মইনুল ইসলামসহ কৃষকরা এ কর্মসূচীতে বক্তব্যে দেন।