নাটোরে ভন্ড পীর ও দরবার বন্ধে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
নাটোরে ভন্ড পীর ও দরবার বন্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ইমান আকিদা সংরক্ষন পরিষদ।

শুক্রবার(৩১ জানুয়ারি) বাদ জুমা শহরের উত্তর আলাইপুর জামে মসজিদ সংলগ্নে পীরের দরবার এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তরা বলেন, ইসলাম শান্তির ধর্ম। আমরা চাই, শান্তিপূর্ণ ভাবে এই অবৈধ মাজার বন্ধ হোক। কোনো মুসলিম নারী-পুরুষের ইমান নস্ট না হয়। সেজন্য
প্রশাসন যেন ভন্ড এ দরবার বন্ধে দ্রুত প্রদেক্ষেপ গ্রহণ করেন।

জেলা ইমান আকিদা সংরক্ষন পরিষদের
সভাপতি মাও. আবুল হোসেন, সাধারণ সম্পাদক খবির উদ্দিন, সাংগঠনিক
সম্পাদক মাহাবুর রহমান মাহতাবি, উত্তর আলাইপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক শাসসুল হক, সহ-সভাপতি হামিদুল ইসলাম, কোষাধ্য মো. বদরুলজ্জামান ডাবলু, নাটোর পৌরসভার কর্মকর্তা জুলফিকার হায়দার বাবুসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।