লালপুরে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে সুকুমার(৩০) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল উপজেলার চামটিয়া গ্রামে রাস্তার পাশ ওই চালকের লাশ উদ্ধার করা হয়।

নিহত সুকুমার (৩০) উপজেলার গোপালপুর পৌরসভার বাহাদীপুর গ্রামের মৃত যুগোলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার চামটিয়া গ্রামে রাস্তার পাশে ভ্যানচালক সুকুমারের মরদেহটি পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ওই ভ্যানচালককে গলাকেটে কেউ হত্যা করে রাস্তায় ফেলে গেছে।

লালপুর থানা পুলিশের কর্মকর্তা (তদন্ত, ওসি) মমিনুরজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।