নাটোর জেলা বিএনপি’র আহবায়ক রহিম সদস্য সচিব আসাদ

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা বিএনপির নতুন আহবায়ক
রহিম নেওয়াজ এবং আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করা হয়েছে।
১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
রোববার(২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ আহ্বায়ক কমিটিতে ১ নম্বর যুগ্ম আহবায়ক হিসেবে আব্দুল আজিজ রয়েছেন। এছাড়াও যুগ্ম আহ্বায়ক পদে জিল্লুর রহমান চৌধুরি বাবুল, মিজানুর রহমান ডিউক, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ রয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শহিদুল ইসলাম বাচ্চু, সাবিনা ইয়াসমিন ছবি, আবুল কাসেম, তারিকুল টিটু, ব্যারিস্টার আবু হেনা মোস্তফা, সুফিয়া হক এবং শ্রী রঞ্জিত কুমার সরকার রয়েছেন।
এর আগে গত ২ (জানুয়ারি) বৃহস্পতিবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ জুলাই ৪৩ সদস্যবিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটিতে আহ্বায়ক করা হয়েছিল আমিনুল হককে ও সদস্য সচিব রহিম নেওয়াজকে ঘোষণা করা হয়। আহবায়ক আমিনুল হকের মৃত্যুতে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় শহিদুল ইসলামকে বাচ্চু।