নাটোর জেলা বিএনপির কমিটি সংশোধনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা বিএনপির ১৬ সদস্যের নবগঠিত আহ্বায়ক কমিটি সংশোধনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পদবঞ্চিতরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির পদবঞ্চিত নেতারা। পরে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ হয়।
এসময় বক্তব্য, নাটোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ পদবঞ্চিত নেতারা।
বক্তারা বলেন, নতুন কমিটিতে অনেক অসঙ্গতি রয়েছে। কমিটিতে ১ নং সদস্য যাকে করা হয়েছে সে কবে বিএনপি করেছে কেউ জানে না। তাই এই কমিটির সংশোধন করতে হবে। গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, রক্ত দিয়েছে তাদের অধিকাংশেরই নাম নেই। অথচ আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন যারা নির্যাতিত তারাই কমিটিতে থাকবেন। কিন্তু বিভাগীয় চক্রান্তের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে নাটোর বিএনপির কমিটিতে ত্যাগীদের রাখা হয়নি।
গতকাল রোববার(২ ফেব্রুয়ারি) রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে নাটোর জেলা বিএনপির ১৫ সদস্যের একটি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। কমিটি ঘোষণার পর থেকেই দলটির পদবঞ্চিত একাংশের নেতাকর্মীরা ফেসবুকে নিন্দার ঝড় ওঠেন।