সিংড়া জমি নিয়ে দু-পক্ষের মধ্য সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ১৫

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দু-পক্ষের মধ্য সংঘর্ষ ও গুলি ছড়াছড়ির ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার(১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের কদম কুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইব্রাহিম (৩২) ইলাহী (২৭) সোহেল (১৯) নাসিম (২২) সাহাদত (৩৯) আবজাল(৪৪) রফিকুল (৪৮) মান্নান (৫৮) সাকিল (১৭) ফরিদ (৩৮) আলামিন (১৭) হনুফা (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ী গ্রামে জমি নিয়ে জমসেদ ও জিয়াদ গ্রুপের লোকজনের মধ্য বিরোধ চলছিল। এরই এক পর্যায় শনিবার রাত ৮টার দিকে জমিতে সেচ নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি ও গুলি ছড়াছড়ির ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ১০-১৫ জন আহত হয়। এর আগেও তাদের দু’পক্ষের মধ্য কয়েক বার মারামারির ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সিংড়া থানা পুলিশের কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতদের উদ্ধার করে সিংড়া ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।