৬৪ জেলা ভ্রমণ: পায়ে হেঁটে দুই কোরআনের হাফেজ নাটোরে

নিজস্ব প্রতিবেদক:
‘তোমরা আমার পৃথিবী ভ্রমণ করো, তাহলে আমার সৃষ্টির বিষয়ে তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে’ এ স্লোগান নিয়ে
মহান আল্লাহপাকের কোরআনের আয়াতে অনুপ্রাণিতহয়ে পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণ করছেন দুই হাফেজ সিয়াম উদ্দিন ও হাফেজ সায়েম উদ্দিন।
সোমবার(১৭ ফেব্রুয়ারি) দুপুরে পায়ে হেঁটে নাটোর সার্কিট হাউসে পৌছাঁয় ওই দুই হাফেজ ।
হাফেজ সিয়াম উদ্দিন ও হাফেজ সায়েম উদ্দিন মাদারিপুর জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আওলিয়াচড় এলাকার শিক্ষক মাহমুদুল আলম গিয়াসের ছেলে। হাফেজ সিয়াম বর্তমানে সিলানঘাটা ফাজিল মাদ্রসার দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ছোট ভাই হাফেজ সায়েম ৩ মাস আগে হিফজ সম্পন্ন করেছে।
পায়ে হেঁটে দেশ ভ্রমণে আসা দুই কোরআনের হাফেজের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তারা জানান, গত ২৬ জানুয়ারি রোববার নিজ জেলা মাদারিপুর থেকে পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশে যাত্রা শুরু করেন। এরপর দীর্ঘ ২২ দিন পায়ে হেঁটে ২৩তম জেলা নাটোরে আসেন হাফেজ দুই ভাই। এরপর তারা নাটোর হয়ে রাজশাহী জেলায় যাবেন।
হাফেজ সিয়াম উদ্দিন বলেন, আল্লাহ পাকের কোরআনের একটি আয়াত তিনি বলেছেন, আমার সৃষ্টি তোমরা ঘুরে ঘুরে দেখো এবং জ্ঞান অর্জন করো। এতে তোমাদের জ্ঞানের পরিধি বাড়বে। আল্লাহের হুকুম পালনের উদ্দেশে আমরা দুই ভাই পায়ে হেঁটে সারাদেশ ভ্রমণে সফর শুরু করেছি। এ সফরে আমরা মহান আল্লাহপাকের অনেক সৃষ্টির নিদর্শন দেখেছি। আমরা দুজনে অনেক জ্ঞান অর্জন করছি। যা বই পড়ে সম্ভব হয় না।
ছোট ভাই হাফেজ সায়েম উদ্দিন বলেন, আমরা দুই ভাই মহান আল্লাহপাকের সৃষ্টি দর্শনে পায়ে হেঁটে সফর শুরু করেছি। বাবা ও মায়ের অনুমতি এবং পরামর্শে আমরা সফরের উদ্যোগ নেই। আল্লাহের যে সৃষ্টি তা নিজ চোখে না দেখলে অনুমান করা যায় না। যত দেখছি তত জ্ঞান অর্জন করছি। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ৬৪ জেলা ভ্রমণ শেষ তরতে পারি।