নাটোরে ১৭৫ পিচ ইয়াবা নিয়ে বরখাস্ত পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ১৭৫ পিচ ইয়াবার ট্যাবলেটসহ বরখাস্ত পুলিশ কনস্টেবলসহ তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলার জংলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ উজ্জল হোসেন (৩৪)
বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে ও তিনি বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল ছিলেন। এবং তার সহযোগী মোঃ মাসুদ রানা(৩৩) উপজেলার একই এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে।
নাটোর থানার কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯ টার দিকে নাটোর সদর উপজেলার জংলি এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। জংলী আদর্শ গ্রামের জনৈক মোঃ হাবিবুর রহমানের বাড়ির সামনে রাস্তায় দুইজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। এসময় পুলিশকে দেখে তারা পালানোর চেস্টা করে। পরে ডিবি পুলিশের সদস্যরা দৌড়ে তাদের আটক করে। তাদের শরীর তল্লাশি চালিয়ে উজ্জল হোসেনের কাছ থেকে ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করেন ডিবি পুলিশ। গ্রেফতারকৃত উজ্জল বরখাস্তকৃত পুলিশ সদস্য ছিল।