বড়াইগ্রামে ৬দিনব্যাপি একুশে বইমেলা শুরু

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুরে মহান একুশ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৬দিনব্যাপি একুশে বইমেলা শুরু হয়েছে। একুশে গ্রন্থাগার, রাজাপুরহাট এর আয়োজন করে।
শুক্রবার সন্ধায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন।
একুশে বইমেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি সাহাবুদ্দিন মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রওশন আলী, বড়াইগ্রামের ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, ঈশ^রদীর ইউএনও সুবির কুমার দাস, বড়াইগ্রামের এসিল্যান্ড আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শামসুল আলম রণি প্রমুখ।
মেলার সহ-সভাপতি শরিফুর রহমান সুজন সরকার জানান, এবার মেলায় ৩৯টি ষ্টল অংশ গ্রহন করেছে। মেলা প্রতিনিদিন বিকেল ৩.৩০ থেকে শুরু হবে। মেলার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়ের সচিব মোঃ সাইদুর রহমান। অন্যদের মধ্যে প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সাখাওয়াত হোসেন এবং সঙ্গীত পরিবেশনের জন্য কণ্ঠ শিল্পী পড়শী। তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপচার্য ড. সালেহ হাসান নকিব। অন্যদের মধ্যে ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. আখতার উজ্জামান চৌধুরী, ইংরেজী বিভাগের চেয়ারম্যান ড. মাসউদ আখতার, চট্রগ্রাম বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শরীফ মাহমুদ সিদ্দিকী। চতুর্থ দিনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে রাজশাহী কলেজের অধ্যক্ষ যহুর আলী। অন্যদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) মোতাকাব্বির আহমেদ রাজু, ভাষা গবেষক অধ্যাপক হাসানুজ্জামান, রাজশাহী বিভাগীয় সরকারি গ্রন্থাগারের সহকারী পরিচালক রোকনুজ্জামান। পঞ্চম দিনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। অন্যদের মধ্যে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদুন্নবী স্বপন এবং সঙ্গীত পরিবেশনের জন্য “দেশটা মোতার বাপের নাকি, করছো ছলাকলা” খ্যাত জনপ্রিয় কণ্ঠ শিল্পী মৌসুমী ও ইথুন বাবু। ষষ্ঠ ও শেষ দিনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং সঙ্গীত পরিবেশনের জন্য কণ্ঠ শিল্পী মনির খাঁন।