বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল-ধর্ম উপদেষ্টা

নাটোর প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে প্রতিস্থাপন করতে চাই। দেশের কোনো ধর্মের মানুষ, কোনো উপশালালয় মন্দির, মসজিদে কেউ হামলা করলে সরকার তাদের আইনের মাধ্যমে এনে বিচার করা হবে
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে
বাগাতিপাড়া উপজেলায় নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, অন্তরকে যদি সব ধরনের ময়লা থেকে পবিত্র রাখতে পারি, তাহলে এ জাতি মাথা উচু করে দাঁড়াতে পারবে। ছোট মনের মানুষরা পৃথিবীতে কখনো বড় কাজ করতে পারে না। সেজন্য আমাদের হিংসা পরিহার করতে হবে। একে অপরের প্রতি বন্ধন তৈরি করতে হবে।
ধর্ম উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারি, সেজন্য কাজ করছি। সম্প্রদায়ক সম্প্রতির মডেল হিসেবে প্রতিস্থাপন করতে চাই। দেশের কোনো ধর্মের মানুষ, কোনো উপশালালয় মন্দির, মসজিদে কেউ হামলা করে সরকার তাদের আইনের মাধ্যমে এনে বিচার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
উপদেষ্টা বলেন, সারাদেশে মডেল মসজিদের একে একে উদ্ধোধন শুরু হয়েছে। মসজিদে আমল করতে হবে, ফেলে রাখলে হবে না। মসজিদ আমলের জায়গা। মসজিদে এসে নামায আদায় করতে হবে। সকলে যদি আমরা নামাজি হই, আমাদের সমাজকে যদি নামাজি বানাতে পারি, তাহলে সমাজে অপরাধ প্রবণতা সহনী পর্যায় চলে আসবে। নামায মানুষকে অন্যায় ও অবৈধ কাজ থেকে বিরত রাখে। আমরা চাই আমাদের সমাজ অপরাধমুক্ত হোক।
এ সময় উপস্থিত ছিলেন- নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসেন, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।