‘অপারেশন ডেভিল হান্ট’ নাটোরে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেফতার

নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার(২৬ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সিংড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সাজু ও তাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাদল হোসেন।

সিংড়া থানা পুলিশের কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণা চলাকালে ও ২০২৩ সালে দলীয় কর্মসূচি পদযাত্রায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক দুটি মামলায় তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।