দেশে নিরাপদ মাছ গ্রহন করে আমিষের চাহিদা পূরণ হচ্ছে- মৎস্য মহাপরিচালক

নাটোর প্রতিনিধি
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ বলেছেন, দেশে নিরাপদ মাছ গ্রহন করে আমিষের চাহিদা পূরণ হচ্ছে। ফলে গড় উঠছে বুদ্ধিদীপ্ত জাতি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া বাজারে মৎস্য চাষী কল্যাণ সমিতির আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুর রউফ বলেন, বর্তমান সরকার মৎস্য খাত ব্যবহৃত বিদ্যুৎ বিল ১৪ টাকা থেকে হ্রাস করে কৃষি খাতের মতো ইউনিট প্রতি চার টাকা নির্ধারণ কাজ শুরু করেছে সরকার। মন্ত্রাণালয় এ সংক্রান্ত প্রস্তাবনা বর্তমান অর্থ মন্ত্রাণায় প্রেরণ করা হয়েছে। অর্থ মন্ত্রালয় অনুমোদন পেলে দ্রুত তা বাস্তবায়নের কাজ শুরু করা হবে। আশা করি, অতি দ্রুত মৎস্য চাষীদর প্রাণের এই দাবী পূরণ হতে যাচ্ছে।

মৎস্য মহাপরিচালক বলেন, দেশ মৎস্য উৎপাদন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বিদেশেও মাছ রপ্তানী হচ্ছে। গত বছর ৪৯.১৫ লক্ষ টন মাছ উৎপাদন হয়। এরমধ্য ৪ হাজার নয়শ’ ৭০ কোটি টাকার মাছ বিদেশে রপ্তানী হয়েছে। উৎপাদন বৃদ্ধির ফলে দেশ জনপ্রতি ৬০ গ্রাম মাছের চাহিদার বিপরীত আমরা গ্রহন করছি ৬৭ গ্রাম করে। অর্থাৎ প্রতিদিন সাত গ্রাম কর অতিরিক্ত মাছ গ্রহন করতে পারছি আমরা। নিরাপদ মাছ গ্রহন করে আমিষের চাহিদা পূরণ হচ্ছে।

রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা আব্দুল ওয়াহিদ মণ্ডল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, গুরুদাসপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, মৎস্য কল্যাণ সমিতির সভাপতি মো.আব্দুস সালাম মিয়া প্রমুখ।