বড়াইগ্রামে জাতীয় ভোটার দিবস পালন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
“তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে”-প্রতিপাদ্য নিয়ে নাটোরের বড়াইগ্রামে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
ভোটার দিবস উপলক্ষে রোববার সকালে পরিষদ চত্বরে একটি বর্নাঢ্য র্যালি বিভিন্ন সড়ক ঘুরে পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
বিভিন্ন দপ্তর প্রধান, নতুন ভোটার, সুধী মহল, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সুপারভাইজারগনের অংশ গ্রহনে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব। অন্যদের মধ্যে বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, পল্লী উন্নয়ন অফিসার মিজানুর রহমান, আইসিটি অফিসার আব্দুর রহমান আনছারী, সমাজসেবা অফিসার রেজাউল করিম, পিআইও এমদাদুল হক প্রমুখ।