নাটোরে পুকুর থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে নিখোঁজের একদিন পর আরিফুল ইসলাম(৬) নামে শিশু মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার(২ মার্চ) দুপরে সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ঋষির নওগাঁ গ্রামে এক পুকুর থেকে ওই শিশুর মরদেহ ভেসে উঠে।

মৃত আরিফ ইসলাম (৬) সদর উপজেলার ঋষির নওগাঁ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং সে লক্ষ্মীপুর সানরাইজ স্কুলে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ফারুক হোসেন তার নিজ পুকুরে মাছ ধরতে আসলে শিশুটির মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তিনি বিষয়টি শিশুটির পরিবারকে জানালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে। এর আগে গতকাল শনিবার দুপুর পর থেকে শিশু আরিফ নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে থানা পুলিশকে বিষয়টি জানায়। আজ রোববার দুপুরে বাড়ির অদুরে একটি পুকুরে শিশুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়।

নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের খবরে আমরা ঘটনাস্থলে এসে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।