লালপুরে ইউপি সদস্যকে লক্ষ্য করে গুলি

নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে মো. মোজাহার আলী (৪৫) নামে এক ইউপি সদস্যকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
মোজাহার আলী উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য এবং একই গ্রামের মৃত বাহাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার পালিদাহ ঈদগাহ নিয়ে ইউপি সদস্য মোজাহার হোসেনের সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সোহেলের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে গত রোববার দুই পক্ষ সংঘর্ষে জড়ান। পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে ইউপি সদস্য মোজাহার হোসেন বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বের হচ্ছিলেন। এসময় দুইটি মোটরসাইকেলে কয়েকজন যুবক এসে মোজাহার হোসেনকে টার্গেট করে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যায় তারা। এসময় দূর্বত্তদের একটি মোটরসাইকেল জব্দ করে গ্রামবাসী। এঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
লালপুর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, এ ঘটনার পরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। তবে কোথাও কোনো গুলির খোসা পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ঘটনায় সনাক্তকরণে কাজ করছে।