নাটোরে ভিটামিন-এ প্লাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
নাটোরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা এবার ২ লাখ ৪৮ হাজার ৫৯৫ শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
মঙ্গলবার(১১ মার্চ) সকাল ১০ টায় নাটোর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক কর্মশালায়
সাংবাদিকদের এ তথ্য জানান।
কর্মশালায় জানানো হয়, নাটোর জেলায় ৭ উপজেলায় আট পৌরসভায় দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানো হবে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। নাটোর জেলার মোট এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ১৪২ জন স্বাস্থ্য সহকারী, ১৯৬ জন কমিউনিটি হেল্থ প্রোভাইডার, ২৩৩জন পরিবার কল্যাণ সহকারী ও ২ হাজার ৭৭৬জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই কর্মসুচি বাস্তবায়ন করা হবে।