নাটোরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

নাটোর প্রতিনিধি :
নাটোরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে আধুনিক সদর হাসপাতালে নাটোর সিভিল সার্জন অফিসের উদ্যোগে এই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা: মোহাম্মদ মুক্তাদির আরেফীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার আক্তারুজ্জামান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল আজিম প্রমুখ।। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ বছর জেলায় আনুমানিক আড়াই লক্ষ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।