বাগাতিপাড়ায় ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলার বিহাড়কোল মোড়ে কিশোর-কিশোরী ও ভূমিহীন সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি বিহাড়কোল মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগাতিপাড়া মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি মীরা বেগম, ইউনিয়ন কমিটির সভাপতি আলতাব হোসেন, কিশোরী কন্যা আহসিনা ইসলাম মিথিলা ও হুমাইরা, এবং এনজিও ‘নিজেরা করি’র কর্মী শাহামিস বিউটি। বক্তারা ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।