নাটোরে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আওতায় নাটোর এরিয়ার ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এতে ডায়াবেটিস, ব্লাড প্রেসার, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ ) সকাল ১০টায় ওয়ালটন প্লাজা নাটোর এরিয়া উদ্যোগে নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীপুর বাজারে কিস্তি মেলার প্রাঙ্গণ এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার রিজিওনাল সেলস ম্যানেজার মো. তৌফিকুর রহমান সুমেল, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো. আমিনুর ইসলাম এবং নাটোর ওয়ালটন প্লাজার ম্যানেজার দেওয়ান শাহ আলম,নাটোর মাদ্রাসা মোড় ওয়ালটন প্লাজা ম্যানেজার মো মামুনুর রশিদ, বনপাড়া ওয়ালটন মডেল প্লাজার ম্যানেজার মো মহিদুল আলম, লালপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার সন্জিত গুহ।

চিকিৎসাসেবা দেন নাটোর প্রাইম ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের মেডিকেল অফিসার ডা.আলমগীর হোসেন এবং তার সহকারী রুহী খাতুন।

স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলারও আয়োজন করা হয়েছে। এতে ওয়ালটনের গ্রাহকসহ সাধারণ মানুষদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তারা এসব সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকে ওয়ালটনের বিভিন্ন পণ্য দেখে কেনার আগ্রহ প্রকাশ করেন। পণ্যও কিনেন অনেকে।
চিকিৎসাসেবা নিতে আসা সালেহা বেগম, আয়েশা খাতুন, রুবি খাতুন, তাজুল ইসলাম , সাজেদুল ইসলাম , আইয়ুব আলী প্রমুখ বলেন, “ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা পেয়েছি। এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ওয়ালটন পরিবারের কাছে। এমন উদ্যোগ যেন অব্যাহত থাকে, কর্তৃপক্ষের কাছে এটা আমাদের প্রত্যাশা। আমাদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে ওয়ালটন।”
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানিয়েছে ওয়ালটন প্লাজার কর্মকর্তারা।