নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য তৈরির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে শহরের হুগোলবাড়িয়া, স্টেশন বাজার ও মাদ্রসা মোড় এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের
সহকারী পরিচালক মো. নাজমুল হাসান জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নাটোর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় শহরের হুগোলবাড়িয়া এলাকার মামুন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও শহরের স্টেশন বাজারে ননীবালা মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি অপরাধে ৫০ হাজার টাকা এবং মাদ্রসা মোড় এলাকায় সূর্য সুইটসে অনুমোদন ছাড়াই ঘি উৎপাদন করায় নিরাপদ খাদ্য আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে। যেন পরবর্তীতে এ ধরনের পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি এবং বিক্রি না করে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।