নাটোরে অতিরিক্ত ভাড়া আদায় ও ফুটপাতে স্থাপন: ১০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি
অতিরিক্ত ভাড়া আদায় ও ফুটপাত।দখল করে তোকান স্থাপনের অভিযোগে নাটোরে ৪ ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকেলে শহরের হরিশপুর বাইপাস এবং রেল স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন।

অভিযানে ট্রাফিক সার্জেন্ট মো: ফারুক এবং আনসার বাহিনীর একটি টিম সহযোগিতা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শহরের
হরিশপুর বাইপাস এলাকায় ঢাকা থেকে আসা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক মালিককে ৫০০০টাকা, অন্য আরেক বাসের মালিককে ২০০০ টাকা এবং স্টেশন এলাকায় ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ দোকান স্থাপনের অপরাধে ১০০০ টাকা সহ মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন বলেন, ঈদকে সামনে রেখে জনজীবন স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পরিবহন নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেয়ার সুযোগ নেই। কেউ নিয়মের ব্যতিক্রম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।