নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠসহ বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩০ মার্চ) সকাল ৭টায় পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম জামাতের ইমামতি করেন আলাইপুর মারকাজ মসজিদের ইমাম মওলানা মফিজুর রহমান মফিজ। পরে একই মাঠে সকাল ৭ টা ৪৫ মিনিটে ঈদের দ্বিতীয় জামাতের ইমামতি করেন কান্দিভিটা জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া নাটোর শহরে মল্লিকহাটি ঈদগাহ মাঠ, কানাইখালী কেন্দ্রীয় জামে মসজিদ, বড়হরিশপুর টার্মিনাল ঈদগাহ, গাড়িখানা জামে মসজিদ ঈদগাহ, এনএস কলেজ ঈদগাহ মাঠ, বুড়া দরগার ঈদগাহ মাঠ, নাটোর সুগার মিলস্ ঈদগাহ মাঠ, ফুলবাগান হেলিপ্যাড মাঠ,নাটোর রেল স্টেশন প্লাটর্ফমসহ জেলার ৭টি উপজেলা ও ৮টি পৌরসভায় যথাযথ ভাবে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেন- বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত,
জেলা বিএনপির নেতা মো. শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, বিএনপির নেতা কাজী শাহ আলম, মো. সাইফুল ইসলাম আফতাব, জিল্লুর রহমান বাবুল চৌধুরীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জামাতে অংশগ্রহণ করেন।