নাটোরে আ.লীগের সন্ত্রাসের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে ফ্যাসিবাদ আওয়ামীলীগের সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের
দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে লালপুর উপজেলা শ্রীসুন্দরী হাইস্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
পরে মিছিলটি লালপুর ত্রিমোহনী চত্বর প্রদক্ষিণ শেষে রামকৃষ্ণপুর চিনিবটতলা মোড়ে গিয়ে সমাবেশ করে নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির করছে। ঈদের নামাজ শেষে আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর গুলির ঘটনায় এখনো কেউ গ্রেফতার করা হয়নি। তারা প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালাচ্ছে। তারা মানুষের ওপর হামলা করেছে। দ্রুত তাদের আইনের আওতায় আনার জোর দাবী করছি।
লালপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তবো দেন- নাটোর জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব। আরও বক্তব্যে রাখেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ হাফজাল হোসেন, নাটোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদ হাসানসহ নেতাকর্মীরা।