নাটোরে হেরোইনসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পৃথক দুইটি অভিযানে হেরোইনসহ তৌহিদুল হাসান শিপন (৩২) ওসাদিকুল ইসলাম(৪০) নামের দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলকার(৮ এপ্রিল) সকালে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে সিগারেটের প্যাকেটে রাখা ৫ গ্রাম হেরাইন সহ তাকে আটক করা হয়।
আটক তৌহিদুল হাসান শিপন ঢাকা শহরের পল্লবী থানার সেকশন ১২ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
একইদিনে অপর একটি অভিযানে দুপুর ১২ টার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের নারায়ন পাড়া এলাকায় অপর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাদিকুল ইসলাম(৪০) নামের একজনকে জুতার মধ্যে রাখা ৮০ গ্রাম হেরোইন সহ আটক করা হয় আটক সাদিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোঠাপাড়া এলাকার মৃত এরফান আলীর ছেলে।
তাদের দুইজনকে ওই হেরোইনসহ আটকের বিষটি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসান। তিনি আরো জানান, আটককৃতদের বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান বলেন, আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।