ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নাটোর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলা, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষকে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নাটোর জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার(৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে
জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় আলাইপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এসময় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন-নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সিজান, এনএস কলেজ শাখার ছাত্রদলের সভাপতি জুবায়েরসহ নেতৃবৃন্দ। এসময় কলেজের শত শত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে ও সমাবেশে অংশ গ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ধ্বংস করতে যেসব দেশ অস্ত্র দিয়ে, বুদ্ধি দিয়ে হামলা করছে তাদের আজ মানবতা কোথায়। যুক্তরাষ্ট্রে ফেসবুক, গুগল, ইন্টারনেট ব্যবহারের সহযোগিতা করছে। গাজায় প্রতিদিন ইসরায়েল হামলা করছে। আজ গাজা প্রায় ধ্বংসের মুখে। বিশ্ব মুসলিম দেশগুলো কোনো প্রতিবাদ করছে না। তাদের মানবতা আজ কোথায়? ফিলিস্তিনের গাজায় হামলা করে হাজার হাজার মানুষকে গণহত্যা করা হচ্ছে। কিন্তু বিশ্বের দেশগুলো কোনো প্রদক্ষেপ নিচ্ছে না। যারা মানবতারর কথা বলতো আজ তারা কোথায়। আমাদেরকে ইসরাইল পণ্য বর্জন করতে হবে। এবং তাদের সাথে সকল প্রকার আমদানি রপ্তানি সরকারকে বন্ধ করতে হবে।