লালপুর থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার(৮ এপ্রিল) দিনগত রাতে লালপুর উপজেলার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

রুবেল উদ্দিন লালপুর উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

আটককৃতরা হলেন- রুবেল উদ্দিনের বোন রুপা খাতুন (২৫), ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০) ও কদিমচিলান ইউনিয়নের বাসিন্দা ও যুবদল নেতা মাসুদ রানা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রুবেলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় এসে গ্রেফতারকৃত রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়।
এ সময় পুলিশ ছেড়ে দিতে অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় নেতাকর্মীরা।

এবিষয়ে নাটোর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ফারজানা সারমিন পুতুল বলেন,‌‍ যারা বিএনপির নাম ব্যবহার করে এই কাজ করেছে। এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করে তাদের দায়িত্ব দল নিবে না। এ অপকর্মের নিন্দ্রা জানাই। জড়িতদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকে যৌথবাহিনী অভিযানে রয়েছে।