নাটোরে ৪৭ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা সম্পন্ন

নাটোর প্রতিনিধি
নাটোর জেলায় প্রশাসনের কঠোর নজরদারির মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার আমজাদ হোসাইন নাটোর শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা মোড় মাদ্রাসাতুল জামু হুরিয়া দাখিল মাদ্রাসা,সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ এসএসসি, কারিগরি ও দাখিল পরীক্ষার চারটি কেন্দ্র পরিদর্শন করেন।

নাটোর জেলায় ৭টি উপজেলায় ৪৭টি পরীক্ষা কেন্দ্রে মোট ২১৮০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক আসমা শাহীন জানান নকল এড়াতে এবং প্রশ্নপত্র ফাঁসের বিষয় প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে। এজন্য ট্যাগ অফিসারসহ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার রুস্তম আলি হেলালি, নাটোর সদর ইউএনও আখতারজাহান সাথী, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, নাটোর সদস থানার ওসি মাহবুবুর রহমান প্রমুখ।