নাটোরে বাংলা নববর্ষে বিএনপির বিশাল শোভাযাত্রা

নাটোর প্রতিনিধি
নাটোরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষকে বরণে বিশাল শোভাযাত্রা বের করে জেলা বিএনপি।
রোববার(১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের আলাইপুর বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির আয়োজনে মহিষ, ঘোড়ার গাড়ি নিয়ে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কানাইখালি পুরাতন বাসষ্ট্যান্ডে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোভায়াত্রায় উপস্থিত ছিলেন-কেন্ত্রীয় বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মস সূচির মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। সকালে শহরের মহারাজা জগদিন্দ্র নাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য
শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক মিজ আসমা শাহীন ও পুলিশ সুপার আমজাদ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।